ভোলার বুরহান উদ্দিনে মহানবী (সা.) কে কটাক্ষকারী কুখ্যাত বিপ্লব চন্দ্র শুভ’র ফাঁসি এবং এর প্রতিবাদে অনুষ্ঠিত শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানীতে হামলা-গুলির প্রতিবাদে হেফাজতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল হবিগঞ্জ জেলা হেফাজতের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাদ জোহর ঐতিহাসিক নূরুল হেরা চত্ত্বর থেকে কেন্দ্রীয় হেফাজতের সিনিয়র নায়েবে আমীর ও হবিগঞ্জ জেলা হেফাজত আমীর, অসুস্থ শাইখুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক এর দুআ ও নির্দেশে এবং সংসদে ব্লাসফেমী আইনের দাবি রেখে বিশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উক্ত চত্ত্বরে পথসভায় মিলিত হয়। জেলা সেক্রেটারী সাবেক চেয়ারম্যান মুফতি আব্দুল হকের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় সংক্ষিপ্ত বক্তৃতা দেন হবিগঞ্জ জেলা হেফাজত নেতৃবৃন্দ। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি
ভোলায় মুসলিম হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com