মহিলাদের আন্তর্জাতিক সেবামূলক সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনির জন্মদিন পালন করেছেন ক্লাবের নেত্রীবৃন্দ। গতকাল ২২ অক্টোবর ছিল ক্লাবের চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনির জন্মদিন। দিবসটি উপলক্ষে ইনার হুইল ক্লাব স্কাইকুইন রেস্টুরেন্টে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ক্লাব নেত্রীবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন কবি তাহমিনা বেগম গিনি। অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী ও পাস্ট প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাহমিনা খান জলিসহ সংগঠনের নেত্রীবৃন্দ ও তাদের ছেলেমেয়েরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com