বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে ৪ ডাকাতসহ বিভিন্ন মামলার পলাতক ৭ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্তের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত উজিরপুর গ্রামের রঙ্গুমিয়ার পুত্র জসিম উদ্দিন, সারাংপুর গ্রামের আলফু মিয়ার পুত্র সুমন মিয়া, দরবেশ উল্লার পুত্র বিল্লাল মিয়া ও আলফু মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া কাজীপুর বন্দের বাড়ি গ্রামের ওয়ারেন্টভূক্ত আসামী সিরাজ উল্লার পুত্র নুরুল ইসলাম, মৃত সফাত উল্লার পুত্র রেজন উদ্দিন, নুরুল ইসলামের পুত্র তাজ মাম্মদকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার গ্রেফতারকৃতদের হবিগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত বলেন, আসন্ন শীত মৌসুমে ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম. পিপিএম) এর সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত আসামী ধরাসহ বানিয়াচং থানা পুলিশের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com