রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং থেকে ॥ মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তি ও গুলি করে ভোলায় ৫জনকে শহীদ করার প্রতিবাদে মঙ্গলবার আসরের নামাজের পর বানিয়াচং দারুল কোরআন মাদ্রাস থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বড়বাজারের গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। হেফাজতে ইসলাম বানিয়াচং এর সভাপতি মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বির আহমদের পরিচালনায় বক্তারা বলেন, মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর অবমাননা কোনো মুসলামানই বরদাশত করতে পারেন না। ইসলাম, দেশ ও জাতির দুশমনদের শাস্তির দাবিতে মিছিল মিটিং করা আামদের ঈমানী দায়িত্ব ও নাগরিক অধিকার। এ রকম শান্তিপুর্ণ কর্মসুচীতে গুলি চালিয়ে নবীপ্রেমীদের শহীদ করে লক্ষ কোটি তৌহিদী জনতার কলিজায় আঘাত করা হয়েছে। ভোলার মাটি আজ তাওহিদী জনতার রক্তে রঞ্জিত। ভোলার নবী প্রেমিক শহীদ-গাজীদের এ রক্ত বৃথা যেতে দেবোনা ইনশাল্লাহ। বক্তারা আরো বলেন- অনতিবিলম্বে মহানবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বিশ্বনবীর সম্মান রক্ষায় দেশের কোটি কোটি নবী প্রেমিক তৌহিদী জনতা ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বানিয়াচঙ্গের হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। বিক্ষোভ ও পথসভায় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।