মোহাম্মদ শাহ্ আলম ॥ নবীগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় চারটি গরুও দগ্ধ হয়েছে। মঙ্গলবার রাত ৭টার দিকে পূর্ব তিমিরপুর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অগ্নিকান্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে ওই গ্রামের সাংবাদিক ইকবাল আহমদের বাড়ির লোকেরা ঘরে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন। মুহূর্তেই আগুন ঘর এবং পার্শ্ববর্তী গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনকে সাথে নিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গোয়ালঘরে থাকা চারটি গরু দগ্ধ হয়। এছাড়া ঘরের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদিকে অগ্নিকান্ডের পর নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com