আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে দুই পুত্রের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়ে লজ্জায় অপমানে ও ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন জন্মদাতা পিতা।
সূত্র জানায়, সোমবার দুপুরের দিকে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের আটপাড়া গ্রামের আরজান উল্লার (৫৮) সাথে তার দুই ছেলে এনামুল ও তোফাজ্জলের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুত্রদ্বয় উত্তেজিত হয়ে জন্মদাতা পিতা আরজান উল্লাকে লাঞ্ছিত করে এবং শারীরিকভাবে আঘাত করে। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন পিতা। নিজের পুত্রদের হাতে এই অপমান সইতে না পেরে রাতের কোন এক সময় তিনি কীটনাশক করে ছটফট করতে থাকেন। বিষয়টি আঁচ করতে পেরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে রাতেই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান আরজান উল্লা। ঘটনাটি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com