সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাইয়ে বেপরোয়া টমটমের ধাক্কায় সিয়াম আহমেদ (১১) নামে ৭ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। নিহত সিয়াম লাখাই উপজেলার চিকনপুর গ্রামের তাসিমুল হকের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে স্কুল ছুটির পর সিয়াম আহমেদ রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। পথে বামৈ থেকে লাখাই থানা ঘাটগামী একট টমটম মহরমপুর এলাকায় বেপরোয়া ট্রলিকে পাস দিতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনা কবলিত টমটমের ধাক্কায় লাখাই এসিআরসি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র সিয়াম মিয়া গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় টমটমের চালক উপজেলার স্বজন গ্রামের তৌহিদ মিয়ার ছেলে মোজাম্মেল মিয়াও আহত হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, নিহতের পিতা তাসিমুল হক ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়ার জন্য একটি লিখিত আবেদন করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com