চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে রাতের আধারে লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী গ্রামের শামিম মিয়া ও ইদ্রিস আলীর মধ্যে কয়েক বছর যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে। এরই জের ধরে ইদ্রিস আলী, তার ভাই ইছাক মিয়া, ভাতিজা জসিম মিয়াকে নিয়ে শামিম মিয়ার ৩০০টি বিভিন্ন প্রজাতির চারা গাছ রবিবার রাতে কর্তন করে ফেলে। গাছগুলোর মূল্য প্রায় এক লক্ষ টাকা। এ ব্যাপারে শামিম মিয়া মঙ্গলবার বাদী হয়ে ইদ্রিস আলীকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি আদালত আমলে নিয়ে তদন্তের নির্দেশ প্রদান করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com