গতকাল ২২ অক্টোবর হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের তিনকোণা পুকুরপাড়স্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ নূরুল আমীন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জাবেদের পরিচালনায় পৌর কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন স্বপন কুমার গোপ, শাহিদুল হোসেন আকনজি, আশরাফ উদ্দিন চৌধুরী, অনিক, রহিম বাদশা, নুর নবী, আমজাদ আলী, শামীম মিয়া, আব্দুল কদ্দুস, মোঃ সালাম প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, টমটম সমিতি থেকে বারবার বহিষ্কৃত ও বিতর্কিত পিন্টু দাস ও মহিবুল ইসলাম সোহেল স্বাক্ষরিত একটি রিসিট ও পৌর মেয়র মিজানুর রহমান মিজানের ছবি সংবলিত একটি স্টিকার গত ১৩ অক্টোবর হবিগঞ্জ পৌরসভার মধ্যে চেয়ার টেবিল নিয়ে বসে প্রকাশ্য দিবালোকে টমটম মালিকদের কাছ থেকে জোরপূর্বক ১ হাজার টাকা থেকে দেড় হাজার টাকা আদায় করছে এবং টমটমের সামনের গ্লাসে স্টিকারটি লাগাতে বাধ্য করেছে। পৌরসভার সিসি ক্যামেরার আওতার মধ্যে থেকে এসব দুর্নীতি করছে। গত ২১ অক্টোবর চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে পিন্টু সোহেল গংদের অতর্কিত হামলায় স্বপন ও রইছ মিয়া সহ আর অনেকে আহত হন। বক্তারা উক্ত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং পিন্টু সোহেল গংদের এসব অনৈতিক কর্মকান্ড বন্ধের জন্য মেয়র মিজানুর রহমান মিজানের প্রতি উদাত্ত আহবান জানান। অন্যথায় পিন্টু সোহেল গংদের ও কল্যাণের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে এর নেপথ্যে যারা আছেন তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তি প্রদানে বাধ্য করা হবে। বক্তারা আরো বলেন- সাধারণ গরীব অসহায় টমটম মালিক শ্রমিকদের মনে এখন একটাই প্রশ্ন পৌর মেয়রের ছবিযুক্ত স্টিকার বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কোথায় কার পকেটে যাচ্ছে? প্রেস বিজ্ঞপ্তি