চুনারুঘাট প্রতিনিধি ॥ ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যত, পুষ্টিকর খাদ্যেই হবে আকাক্সিক্ষত ক্ষুধামুক্ত পৃথিবী’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুনারুঘাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস- ২০১৯। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ খায়ের উদ্দিন মোল্লা ও উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা ডা. রুহুল অমিনসহ সকল সরকারি কর্মকর্তাবৃন্দ। সভায় সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com