সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ ‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’ শ্লোগানকে সামনে রেখে লাখাইয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। লাখাই উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকোশলী লাখাই আয়োজনে দিবসটি পালনের লক্ষ্যে গতকাল সকাল ১১টায় বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে ও প্রকোশলী মহিউদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাসুম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে, সেনেটারী ইন্সপেক্টর বিধান সোম, ব্র্যাক প্রতিনিধি তাজুল ইসলাম প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com