এমপি মিলাদ গাজীসহ বিভিন্ন মহলের শোক

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক, দৈনিক সমকাল নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমদ আজাদের মাতা মোছাঃ অলিমা বিবি (৭০) গতকাল বুধবার সকাল ১১টায় মৌলভীবাজার আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে যাওয়া হয় মৌলভীবাজার আধুনিক সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র সাংবাদিক এম এ আহমেদ আজাদ ও একমাত্র কন্যা এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা দেবপাড়া ইউনিয়নের সিটফরিদপুর গ্রামের পার্শ্ববর্তী দক্ষিণ দৌলতপুর লতিফিয়া ক্যাডেট মাদরাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.আর চৌধুরী সেলিম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলাউর রহমান ঠাকুর, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্যানেল মেয়র এটিএম সালাম, শাহ রিয়াজ নাদিম সুমন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংবাদিক এম এ বাছিত, মুরাদ আহমদ, উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, আশাহিদ আলী আশা, মোঃ আকিকুর রহমান সেলিম, মোঃ সেলিম তালুকদার, এম মুজিবুর রহমান, মোঃ আলমগীর মিয়া, হাবিবুর রহমান চৌধুরী শামিম, এটিএম জাকিরুল ইসলাম, এমএ মুহিত, আলী হাছান লিটন, মতিউর রহমান মুন্না, মহিবুর রহমান চৌধুরী তছনু, বুলবুল আহমেদ, ছনি চৌধুরী, নাবিদ মিয়া, সুমন আলী খান, সফিকুল ইসলাম নাহিদ, ইউপি সদস্য আব্দুল মুকিত, যুবলীগ নেতা অনু আহমেদ প্রমুখ।
এমপি মিলাদ গাজীসহ বিভিন্ন মহলের শোক ঃ সাংবাদিক এম এ আহমদ আজাদের মাতা মোছাঃ অলিমা বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। এছাড়া অলিমা বিবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পার হিমেলসহ নবীগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।