সুমন আহমমেদ বিজয়, লাখাই থেকে ॥ মরমী সাধাক শেখ ভানু শাহ’র স্মৃতির প্রতি সম্মান রেখে গতকাল বুধবার সকাল ১১টায় স্মৃতিফলক উন্মোচন ও শেখ ভানু শাহ কমপ্লেক্সের সমাধিসৌধের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহীনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার, বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, ভাদিকারা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ভাদিকারা গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী আব্দুল হক, ইসলাম মেম্বার, শাহ জাহান মিয়া প্রমুখ।
উল্লেখ্য, তত্ত্বজ্ঞানী মরমী কবি শেখ ভানু শাহ ১৮৪৯ মতান্তরে ১৮৫৯ সনে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মুন্সি নাসিরুদ্দিনের একমাত্র সন্তান শেখ ভানু শাহ বাংলাদেশের অন্যতম একজন মরমী সাধক। তাঁর রচিত গজল, মুর্শিদী ও আধ্যাত্ম চিন্তা-ভাবনা সমৃদ্ধ মরমী সংগীত ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।