স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে বালু রাখার অপরাধে শেখ খোকন মিয়া নামে এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান। গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাহুবলের ইউএনও আয়েশা হক এ রায় প্রদান করেন।
সূত্র জানায়, বাহুবলের বিভিন্ন স্থানে মহাসড়কের পাশে অবৈধভাবে বালু রেখে ব্যবসা করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। দীর্ঘদিন ধরে বালু রাখার ফলে মহাসড়কের পাশের রাস্তা ভেঙ্গে গিয়ে গর্ত তৈরী হয়েছে। এতে যানবাহন চলাচলে যেমন সমস্যা সৃষ্টি হচ্ছে। তেমনি সড়কের পাশ দিয়ে চলাচলকারী সাধারণ লোকজনসহ স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের দুর্ভোগের সম্মুখিন হতে হচ্ছে। ১১ অক্টোবর রাতে এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক দিগাম্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে পুটিজুরীর বালু ব্যবসায়ী সোহেল, মজনু মিয়া ও ইকবালের ৩০ লাখ টাকা মূল্যের একটি এক্সকেভেটর জব্দ করেন। গতকাল আবারও মহাসড়কের পুটিজুরীর কালিবাড়ি এলাকায় সোহেল, মজনু মিয়া ও শেখ কোখন মিয়ার বালু রাখার স্থান পরিদর্শনে যান। এ সময় সেখানে উপস্থিত বালু ব্যবসায়ী শেখ খোকন মিয়াকে অবৈধভাবে বালু রাখার দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ২ লাখ টাকা জরিমানা করেন। এ তথ্য নিশ্চিত করে ইউএনও আয়েশা হক বলেন, মহাসড়কের পাশে অবৈধ বালু রেখে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com