রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ সাম্প্রতিক সময়ে ডাকাতি রোধ সহ হবিগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্তোষ প্রকাশ করে সিলেট রেঞ্জের মোঃ কামরুল আহসান বিপিএম বার বলেছেন- শুধু হবিগঞ্জ নয়, আমার বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে হলে আমি বলব এক্ষেত্রে সংশ্লিষ্ট চার জেলারই পরিস্থিতি দেশের অন্যান্য জেলার চেয়ে অনেক ভাল। তিনি বলেন, দুর্গাপূজার আগে লাখাই ও গতকাল মঙ্গলবার ভোরে শায়েস্তাগঞ্জের সুরাবই এলাকায় ডাকাতি প্রতিরোধে হবিগঞ্জের পুলিশ প্রশাসনের ভূমিকায় আমি সন্তুষ্ট। সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারলে এটাই হবে পুলিশি এ্যাকশনের বড় সার্থকতা। পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ সহ সাংবাদিকরাও তাদের মনোভাব তুলে ধরতে পারেন। এক্ষেত্রে ইতিবাচক মনোভাব পুলিশকে আগামী সকল কর্মকান্ডে উৎসাহ যোগাবে। এছাড়া জমি, বাসা-বাড়ি সহ নানা মামলা নিয়ে জর্জড়িত সাধারণ মানুষের বিরোধ নিষ্পত্তিতেও হবিগঞ্জ জেলার এসপি মোহাম্মদ উল্ল্যা ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম সহ তার অন্যান্য সহকর্মীদের উদ্যোগও আমার নিকট বেশ লক্ষণীয়। যা সাধারণ মানুষের জন্য ইতিবাচক বলা চলে। এছাড়া অপরাধ নির্মূলে সাম্প্রতিক সময়ে শহর-গ্রামাঞ্চলে পুলিশের পক্ষ থেকে নানা কর্মসূচীর মাধ্যমে জনগণকে মোটিভেশন করার যে কর্মসূচী চলছে তাতেও ইতিবাচক সাড়া মিলেছে। ফলে সাধারণ মানুষ দাঙ্গা-হাঙ্গামা সহ নানা অপরাধ থেকে দূরে চলে আসছে। তিনি এসব নিয়ে এ প্রতিনিধি সহ সাংবাদিকদের লেখার জন্যও আহবান জানান। এ প্রতিনিধি গতকাল মঙ্গলবার রাতে ডিআইজি কামরুল আহসানের সাথে হবিগঞ্জ সার্কিট হাউজ গেস্টরুমে একান্ত আলাপকালে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সেলিম মিয়া, এএসপি মানসুরা খাতুন ও এএসপি তৃপ্তি মন্ডল।