স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের মিরপুর আলিফ সোবহান কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে রাসেল মিয়া ওরফে শাওন নামে এক ছাত্রকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার এ রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাহুবলের ইউএনও আয়েশা হক। দন্ডপ্রাপ্ত ছাত্র রাসেল মিয়া ওরফে শাওন লামাতাসি ইউনিয়নের নন্দনপুর গ্রামের আব্দুল হাই’র ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করে আসছিল দন্ডপ্রাপ্ত শাওন। মেয়েটি এ ব্যাপারে তার পরিবারের কাছে অভিযোগ দিলেও তারা এর কোন সঠিক বিচার করেননি। সর্বশেষ গতকালও সে মেয়েটিকে উত্ত্যক্ত করে। মেয়েটি অতিষ্ট হয়ে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে অবগত করে। কলেজ কর্তৃপক্ষ শাওনকে আটক করে পুলিশকে খবর দেন। বাহুবল থানা পুলিশ ঘটনাস্থল থেকে শাওনকে ইউএনও কার্যালয়ে নিয়ে আসে। পরে ইউএনও আয়েশা হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় শাওনকে এক মাসের কারাদন্ড প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com