নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি হীরা মিয়া গার্লস হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী তানজিলা আক্তার (১৪)। জানা যায়, গত ৬ অক্টোবর নবীগঞ্জ পৌরসভার গন্ধা মদনপুর গ্রামের আলামিন মিয়ার মেয়ে তানজিলা আক্তার প্রতিদিনের মত হীরা মিয়া গার্লস হাই স্কুলে কোচিংয়ে পড়তে যায়। কিন্তু কোচিং থেকে বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করেন। কোথাও তানজিলার সন্ধান পাওয়া যায়নি। নিরুপায় হয়ে তার মা রাবেয়া বেগম গত ৮ অক্টোবর নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার ১০ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি হীরা মিয়া গার্লস হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী তানজিলা আক্তার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com