স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন রঞ্জন কুমার সামন্ত। গত সোমবার তিনি বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার পরপরই দুর্নীতিমুক্ত ও জনবান্ধব থানা গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়েছেন বানিয়াচং থানায় নবাগত ওসি রঞ্জন কুমার সামন্ত। রঞ্জন কুমার সামন্ত ইতিপূর্বে সিলেট মেট্রোপলিটনের দক্ষিণ সুমরা থানা, চট্টগ্রাম বিভাগের কাপ্তাই ও লংগদু থানায় অফিসার ইনচার্জ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি সিলেটের মদন মোহন কলেজ থেকে হিসাব বিজ্ঞানে অনার্স মাস্টার্স পাশ করেন। তিনি ২০০১ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। ১ ছেলে ও ১ কন্যা সন্তানের পিতা। তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। দায়িত্ব পালনে বানিয়াচংবাসীর সর্বাত্মক সহযোগিতা ও আশির্বাদ চেয়েছেন তিনি।
উল্লেখ্য, নিয়মিত বদলীর অংশ হিসেবে সাবেক ওসি মোহাম্মদ রাশেদ মোবারককে সিলেট জেলায় পদায়ন করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com