নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকা-ের প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নবীগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১১টায় নবীগঞ্জ শহরতলীর থানা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলির সভাপতিত্বে ও ছাত্র নেতা শেখ শিপন মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সায়েদ আহমদ, মুন্সি সাইফুল আলম, শ্যামল আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনাইম চৌধুরী উজ্জ্বল, পারভেজ আহমেদ রকি, মিটন আহমেদ প্রমূখ।
অপরদিকে আবরার ফাহাদের হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রদল নবীগঞ্জ পৌর শাখার নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি শহরের নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়ে পথসভায় মিলিত হয়। নবীগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে ও খালেদ আহমেদ এবং সাবেল আহমেদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সাহেদ আহমেদ, শামিম আহমেদ, শিপন চৌধুরী, মঞ্জুরউদ্দিন সুহেল, দিপ, হুমায়ুন, সোহাগ প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বুয়েটের মতো একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা আবরার ফাহাদ হত্যার তীব্র নিন্দা জানাই এবং হত্যার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি করছি। পাশাপাশি প্রতিবাদ সভায় খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়।