চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামে রেজিয়া খাতুন (৩০) নামে এক নারীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষ। আহত রেজিয়া খাতুনের আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহত রেজিয়া খাতুন আলীনগর গ্রামের নুরুল হকের স্ত্রী।
জানা যায়, দীর্ঘদিন ধরে আলীনগর গ্রামের কালা মিয়ার পুত্র সুমন মিয়ার (২৮) সাথে রেজিয়া খাতুনের পারিবারিক বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রেজিয়া খাতুনের উপর হামলার ঘটনা ঘটে। হামলাকালে ধারালো অস্ত্রের আঘাতে রেজিয়ার দুই হাতের কবজি ক্ষতিগ্রস্থ হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com