স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটি মানুষকে নিজেদের যোগ্যতা অনুযায়ী জনশক্তিতে রূপান্তরিত করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বঙ্গবন্ধুুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, আওয়ামী লীগ কাজে বিশ্বাসী। তাই সরকারের গৃহীত সকল উদ্যোগ যেন সততা ও নিষ্ঠার সাথে বাস্তবায়িত হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। একে অপরের মধ্যে মনোমালিন্য থাকতেই পারবে, তবে মনে রাখতে হবে দলের স্বার্থে আওয়ামী লীগের নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আক্রাম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, লোকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত, জহিদ মিয়া, কয়সর আহমদ শামীম, মীর জালাল, আব্দুর রহিম চৌধুরী প্রমূখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আড়াই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম।
লোকড়ায় আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপি আবু জাহির
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com