স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও উচাইল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা মোঃ আব্দুল ওয়াহাবের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, নুরপুর ইউপি চেয়ারম্যান মুখলিছ মিয়া, ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যান আদিল হোসেন জজ মিয়া, সুরাবই গ্রামের বিশিষ্ট মুুরুব্বী হাজী আশরাফ উদ্দিন জিতু, উস্তার খাঁ, সলিম উল্লা, ইনু মিয়া, সালেহাবাদ মাদ্রাসার শিক্ষক আবু ইউসুফ, উচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল ইসলাম, প্রাক্তন সহকারি শিক্ষক জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, সহকর্মী শিক্ষক, প্রাক্তন ছাত্ররা অংশ নেন। জানাজার নামাজের পূর্বে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তিনি একজন সাদা মনের সৎ ও ভাল মানুষ ছিলেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, সুরাবই গ্রামের মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব মঙ্গলবার ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে গিয়ে নিখোঁজ হন। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ লালটিলা সিগন্যাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
প্রাক্তন শিক্ষক মাওলানা মোঃ আব্দুল ওয়াহাবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মরহুমের প্রাক্তন ছাত্র, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব আজিজুল ইসলাম শামীম। তিনি সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, মরহুম মাওলানা আব্দুল ওয়াহাব তার শিক্ষক ছিলেন। তিনি ভাল মানুষ এবং একজন ভাল শিক্ষক ছিলেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অপর এক বার্তায় মাওলানা মোঃ আব্দুল ওয়াহাবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী ও বানিয়াচং উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ।
উপ-সচিব আজিজুল ইসলাম শামীমের শোক
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com