মেয়াদোত্তীর্ণ ওষুধ অবৈধ পার্কিং ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি

নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাইয়ে প্রকাশ্যে ধুমপান, বিভিন্ন ফার্মেসী, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়মের কারনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার স্থানীয় বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে উদয়ন ফার্মেসীকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও রেজিস্ট্রেশন না থাকায় শান্তি ফার্মেসীকে ২ হাজার, একই অপরাধে সাজু মেডিসিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খোলামেলা ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখার অপরাধে হান্নান মিয়া নামে এক বিস্কুটের দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অবৈধ পার্কিং ও ডাইভিং লাইসেন্স না থাকায় ২টি বাস, ১টি মিনিবাস ও ২টি সিএনজিকে ৩ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ফরিদ মিয়া নামে এক ব্যক্তিকে ১শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।