স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের অলিপুরে সুন্দর আলী (৩০) নামে প্রাণ-আরএফএল কোম্পানীর এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের দাবি ওই শ্রমিকের বুকে ব্যথার কারণে মারা গেছে। এ নিয়ে ধূ¤্রজাল সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় কোম্পানীর ভেতরে এ ঘটনাটি ঘটে। সে মাধবপুর উপজেলার একতিয়ারপুর গ্রামের মৃত কদর আলীর পুত্র।
পরিবার সুত্রে জানা যায়, সুন্দর আলী কয়েক বছর যাবত ওই কোম্পানীতে শ্রমিকের কাজ করছে। বুধবার কাজ করার সময় তার উপর অতিরিক্ত কাজের চাপ থাকায় সে বিল্ডিং এর ছাদ থেকে নিচে পড়ে যায়। সেখান থেকে তাকে প্রাণ কোম্পানীর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানীর কর্তৃপক্ষ জানান বুকে ব্যথার কারণে তার মৃত্যু হয়েছে। সদর হাসপাতালের ডাক্তার জানান, তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ছাড়া কিছু বলা সম্ভব না। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com