নূরীয়া মিশন হবিগঞ্জ এবং ইউকে এর বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেছেন- ইভটিজিং প্রতিরোধেও ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সকলে মিলে ইভটিজিং প্রতিরোধ করতে হবে। পাশাপাশি জঙ্গিবাদও প্রতিরোধ করতে হবে এবং বেশি বেশি করে গাছ লাগাতে হবে, যাতে করে পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। মঙ্গলবার নূরীয়া মিশনের প্রকল্প পরিচালক সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার, ওসি তদন্ত আব্দুর রহিম, শাহ ওলিউল্লাহ হাফিজিয়া এতিমখানার সাধারণ সম্পাদক মাওলানা মুজাক্কির হোসেন, মেম্বার আসাদ মিয়া, বিশিষ্ট মুরুব্বি শাহ শহিদ মিয়া, মনু মিয়া, শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদরাসার সুপারভাইজার হাফেজ এমএ আলীম, মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মতিউর রহমান, সহকারী শিক্ষক তজমুল ইসলাম, সালেহ আহমেদ, ইজাজুল ইসলাম, মাওলানা বাহাউদ্দিন, শিরিন আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষে তিনি শিক্ষার্থীদের একটি করে গাছ তুলে দেন।
এর আগে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদরাসা এবং মুখলিছ জান বিবি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাদক, দাঙ্গা, জঙ্গিবাদের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, খাতাসহ শিক্ষা উপকরণ তুলে দেন এবং সকল শিক্ষার্থীদেরও খাতাসহ শিক্ষা উপকরণ তুলে দেন এবং মাদরাসার কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন এবং দুটি কাঁঠাল চারা রোপন করেন নূরীয়া কমপ্লেক্স প্রাঙ্গণে। প্রেস বিজ্ঞপ্তি