স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, জাতিসংঘের ৭৪তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এবং হবিগঞ্জ ইউনিটির উদ্যোক্তা মোতাচ্ছিরুল ইসলামকে দেশে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাত এর শারজাহ্তে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে আলী তালুকদারের সভাপতিত্বে ও মুমিনুল হক রাসেল, শাজাহান মিয়া ও তৈয়বের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হারুন আল রশিদ, (উপদেষ্টা) প্রকৌশলী আব্দুল কাইয়ুম, (উপদেষ্টা) মোহাম্মদ সহিদুল ইসলাম উপদেষ্টা হবিগঞ্জ সোসাইটি, ইউ.কে দেলোয়ার চৌধুরী (সাধারণ সম্পাদক সি.ভি.উ.প) সালেহ আহমেদ তালুকদার (সহ-সভাপতি) সুলতান চৌধুরী (যুগ্ম সম্পাদক) হাজ্বী ছায়েদ (সভাপতি আবুধাবি), জিতু মিয়া (সভাপতি শারজাহ্) তাজুল ইসলাম রুমান (আহব্বায়ক রাস আল কাইমা), বসির আহমেদ সামছু (সভাপতি আবুধাবি মহানগর) উজ্জ্বল মিয়া (সভাপতি বাহুবল ঐঃ পরিষদ), মোঃ ফারুক, গৌতম গোষ, কাজল মিয়া, আজীজ খান, কাওসার মিয়া, বাচ্চু মিয়া প্রমূখ। সভায় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, প্রবাসে থেকেও নির্বাচনে আপনারা যেভাবে আমার পক্ষে কাজ করেছেন, তা অনুকরণীয়। আমি আপনাদের এই ঋণ পরিশোধ করতে পারব না। তবে আপনাদের যে কোন সমস্যায় আমাকে পাবেন নিজের ভাইয়ের মতো। মোতাচ্ছিরুল ইসলাম বলেন, অর্থবিত্তের জন্য চেয়ারম্যান নির্বাচিত হইনি। এলাকার জনগণের সেবা করার জন্যই আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।