চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সে চূড়ান্ত পরীক্ষার ফলাফলে চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট এবারও অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। ১১৯ জন ছাত্রছাত্রী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে ৫০টি এপ্লাস সহ আশানুরুপ ফলাফল অর্জন করে। গত ১ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে সারা দেশে স্বল্প মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ফলাফল প্রকাশিত হয়। একই ভাবে চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট সহ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদিত হবিগঞ্জের ৩২টি প্রতিষ্ঠানের প্রায় ১৬ শতাধিক ছাত্রছাত্রী হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের ১১৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়।
উল্লেখ্য, চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ পাশ করে আসছে। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি কারিগরি শিক্ষাবোর্ডের সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক-যুবতি কর্ম সংস্থানের সুযোগ লাভ করছে। ইতিপূর্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) নেছার আহমদ, হবিগঞ্জের প্রাক্তন জেলা প্রশাসক মাহমুদ হাসান ও প্রাক্তন জেলা প্রশাসক জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও কারিগরি শিক্ষা বোর্ডের বিভাগীয় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট পরিদর্শন করে পাঠদান ও ফলাফল সহ সার্বিক বিষয়ে প্রশংসা করেছেন।
উল্লেখ্য যে, ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার, শর্টহ্যান্ড (সাঁটলিপি), টেইলারিং, ড্রাইভিং ও আমিনশীপ সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়। অব্যাহত ফলাফল অর্জনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন বাচ্চু।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com