হবিগঞ্জ পৌরসভায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করেছেন মেয়র মিজানুর রহমান মিজান। মঙ্গলবার সকালে শহরের টাউন মডেল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন আজকে যারা শিক্ষার্থী রয়েছেন তারাই ভবিষ্যতে এ দেশ পরিচালনা করবেন। শিশুদের সুস্থভাবে বেড়ে উঠার জন্য কৃমি থেকে মুক্ত হওয়া প্রয়োজন। তাই সরকারের কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ সফল করতে সকলকে একযোগে কাজ করতে হবে। হবিগঞ্জ পৌরসভায় ১৮ হাজার শিশুকে কৃমির ট্যাবলেট খাওয়ানো হবে। ৫ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত শিশুরা এই কর্মসূচির আওতায় থাকবেন। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন টাউন মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং হবিগঞ্জ পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর অবনী কুমার দাস। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com