স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশ হেফাজতে নিহত ফারুক মিয়ার ৪ সন্তানের শিক্ষা সহায়তা হিসেবে এক লাখ টাকা অনুদান দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জি কে গউছ। তিনি মঙ্গলবার বিকালে শহরের মোহনপুরে নিহতের বাসায় গিয়ে তার পরিবারের হাতে এই টাকা তুলে দেন। এ সময় জি কে গউছ নিহতের পরিবারকে শান্তনা দিয়ে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ফারুক মিয়ার মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। এতে আমরা মর্মাহত হয়েছি। আমরা জানি না তার সাথে কি করা হয়েছে। তিনি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ উদঘাটন এবং কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী প্রমূখ।