যুক্তরাজ্যে হবিগঞ্জ জেলার সবচেয়ে জনপ্রিয় সংগঠন ‘বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে এর গত ৭ এপ্রিল ২০১৯ বার্মিংহামের এম.টি ক্যাটারিং এ কলেজের প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে সকলের সর্বসম্মতিক্রমে মোঃ আলী নেওয়াজ মিন্টুকে সভাপতি ও মোঃ নিয়ামুল হক মাক্সীমকে সাধারণ সম্পাদক, আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও মুকিত চৌধুরীকে কোষাধ্যক্ষ করে আগামী দুই বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় কলেজের প্রাক্তন বিভিন্ন ব্যাচের ছাত্রদের আলোচনা ও পরামর্শ সভা করে সকলের সর্বসম্মতিক্রমে গত ৩০ সেপ্টেম্বর বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের ২০১৯-২০২১ সালের জন্য ১০৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, ইতোমধ্যেই ২০১৯-২০২১ সালের গঠিত কমিটি হবিগঞ্জে মানবতামূলক কাজে সহযোগিতা করে যাচ্ছে এবং বৃন্দাবন সরকারি কলেজে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রথমবারের মত বাৎসরিক বৃত্তি ব্যবস্থা চালু করে। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ধারাবাহিক কার্যক্রমকে আরো গতিশীল ও কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com