চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া থেকে অবৈধ বালু বোঝাই ৩টি ট্রাক্টর আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ হলহলিয়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধ বালু বোঝাই ৩টি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে। এ সময় ট্রাক্টর চালকরা পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হলহলিয়া গেলানী ছড়া থেকে একটি চক্র সরকারি অনুমোদন ছাড়াই দেদারছে সিলিকা বালু উত্তোলন করে পাচার করে আসছে। ফলে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বালু বোঝাই ট্রাক্টর আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com