স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে ঘোষিত অভিযানকে স্বাগত জানিয়েছে হবিগঞ্জ জেলা যুবলীগ। এই সংগঠনে সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, জুয়ারি, মাদক সেবী ও মাদক ব্যবসায়ীর স্থান নেই। যারা যুবলীগের রাজনীতির নামে অপকর্ম করবে তাদেরকে কোনরূপ ছাড় দেয়া হবে না। জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায়ের উপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনীসহ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি বলেন, সুনির্দিষ্ট পদ উল্লেখ না করে যুবলীগ নেতাকর্মীর নামে কারো অপকর্ম আমাদের উপর চাপানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। টাকায় নয়, যোগ্যতার ভিত্তিতে সারা জেলায় নেতাকর্মীদের পদায়ন করা হয়। জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল শেষে চৌধুরী বাজার খোয়াই মুখে অনুষ্ঠিত পথসভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা বিএনপি’র সন্ত্রাসী আমল দেখেনি, তারা দলের মর্ম বুঝে না। আর এই হাইব্রিডরাই সংগঠনের ক্ষতি করে। তাই কোন সুবিধাবাদী ও পদলোভীকে যুবলীগে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। বিপ্লব রায়ের উপর হামলাকারীরা নব্য সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান তিনি। দুপুর ১২টায় হবিগঞ্জ শহরের শিরিশতলা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভা পরিচালনা করেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরী। বক্তৃতা করেন- জেলা যুবলীগের সহ সভাপতি শওকত আকবর সোহেল, এসএম আব্দুর রউফ মাসুক, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ, শাহ আলম সিদ্দিক, শাহরিয়া চৌধুরী সুমন, আব্দুল হাকিম, জাকারিয়া চৌধুরী, হাজী শাহ আলম, আলম মিয়া প্রমুখ।
বিপ্লব রায় চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হবিগঞ্জ শহরে বিক্ষোভ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com