মোঃ মামুন চৌধুরী ॥ চুনারুঘাটে বনকর্মী ফরহাদ হোসেন হত্যাকান্ডের ১৭ বছর পর এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। হবিগঞ্জ আদালতের পরিদর্শক মোঃ আল আমিন এ তথ্য নিশ্চিত করেন। দন্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কুড়াইল নগরকান্দা গ্রামের তাছিল উদ্দিন মাতব্বরের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গাছ চুরির প্রতিবাদ করায় ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি চুনারুঘাট উপজেলার পারকুল এলাকার ফরহাদ হোসেনকে রশিদপুর বনবিট এলাকায় নিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের বাবা আব্দুল কাদির বাদী হয়ে ৭ জনকে আসামি করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
একই বছরের ৬ অক্টোবর মামলার আইও চুনারুঘাট থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শুধু গিয়াস উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ ১৭ বছর পর মামলায় ১২ জন সাক্ষীর মধ্যে ৬ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামী পলাতক ছিল। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আব্দুল আহাদ ফারুক।