স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী চাঁন মিয়াকে (৬০) গ্রেফতার করেছে। রোববার ভোরে ভারতীয় সীমান্তবর্তী আলীনগর গ্রামে একটি দোকান ঘরে অভিযান চালিয়ে এসআই আবুল কাশেম তাকে গ্রেফতার করেন। ধৃত চাঁন মিয়া ধর্মঘর ইউনিয়নের আলীনগর মোড়াবাড়ি গ্রামের ছদু মিয়ার ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, ২০১৪ সালের একটি মাদক মামলায় ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক ২০১৯ সালের ৯ এপ্রিল চান মিয়াকে দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এরপর থেকেই চান মিয়া গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com