বিশ^ মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে গত শুক্রবার বিকেল ৪টায় ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘অপরাধ দমন, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার শিক্ষাবিদ ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। প্রধান আলোচক ছিলেন সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, উদ্বোধক ছিলেন সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এমআর খান আদনান। সাবেক উপকমিশনারের উপস্থিতিতে বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জেসমিন আরা খানম চৌধুরীকে মাদার তেরেসা এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর আগে নজরুল গোল্ড একাডেমী পদকে ভূষিত হয়েছিলেন শিক্ষিকা জেসমিন খানম চৌধুরী। তিনি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেন। বিজ্ঞপ্তি