এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার পুটিজুরীতে ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। প্রচন্ড বৃষ্টিপাতের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। রবিবার বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে পুটিজুরী বাজারের উত্তর পাশে মাজার গেইট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-২৪১৫) বৃষ্টিপাত চলাকালে মহাসড়কের পাশে রাখা বালুর স্তুপের গর্তের মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের নিচে পড়ে যায়, এতে বাসে থাকা নারী পুরুষ সহ উল্লেখিত যাত্রীরা আহত হন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই রফিক আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে বালু রাখার কারণে গাড়িটি বালুতে আটকে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এদিকে বালুর স্তুপের কারণে মহাসড়কের পাশে পানি জমে যাওয়ায় গাড়ির চালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি বলেও ধারণা করছেন স্থানীয়রা।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক বলেন, মহাসড়কের পাশে বালু রাখার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে, ঘটনাস্থলে স্থানীয় তহসিলদারকে পাঠিয়ে বিস্তারিত জেনেছি। তবে শুধু বালু নয়, মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো কিছুই রাখা যাবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com