বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে তিনটি পৃথক মামলায় সাজাপ্রাপ্ত আসামী নূর আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার বাহুবল মডেল থানার এএসআই মোস্তফা মাজেদ বিন রশিদের নেতৃত্বে একদল পুলিশ হরিতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২০০৭ সনের দুটি বন মামলায় ১ বছর করে এবং একই বছরের অপর একটি মামলায় ৬ মাসের সাজা রয়েছে। উপজেলার হরিতলা গ্রামের মদরিছ উল্লার পুত্র নূর আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com