স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে মোঃ জালাল মিয়াকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গভীর রাতে চুনারুঘাট থানার একদল পুলিশ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জালাল দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে।
পুলিশ জানায়, গত ১০ জুলাই শনিবার গাঁজা পাচারকালে পুলিশের অভিযানে উজ্জল মিয়া আটক হয়, তখন জালাল পালিয়ে যায়। এরপর থেকে জালাল পলাতক ছিল। ওসি শেখ নাজমুল হক জানান, তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় ২টি মাদক মামলা রয়েছে। তাকে রবিবার জেলহাজতে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com