স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মাছুলিয়া এলাকা থেকে আটক ৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডিতরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার বড় বাহুলা গ্রামের আব্দুস শহিদ মিয়ার পুত্র রাজিব মিয়া (২৭), মাছুলিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র ফারুক মিয়া (৫০), শায়েস্তানগরের মৃত আব্দুল খালেক মিয়ার পুত্র কামাল মিয়া (৪০), এড়ালিয়া গ্রামের শায়েস্তা মিয়ার পুত্র শাহিন মিয়া (৪৫) ও পইল পশ্চিম পাড়া গ্রামের মোঃ বেলায়েত মিয়ার পুত্র সোহেল মিয়া (২৯)।
সূত্র জানায়, হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সূত্রে খবর পায় মাছুলিয়া এলাকায় ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের নিকট কয়েক মাদকসেবী মাদকদ্রব্য সেবন করছে। এই সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে ওই স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবাসহ গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছ ও আমেনা খাতুন এর কার্যালয়ে নিয়ে গিলে উভয় ম্যাজিস্ট্রেট আলাদা ভ্রাম্যমান আদালত বসিয়ে রাজিবকে ১৫ দিনের কারাদন্ড এবং অন্যদের ৩ দিন করে কারাদন্ডে দন্ডিত করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা নোটন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com