শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিবছরের ন্যায় এবারও সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে শহরের পূজাম-পগুলোতে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। পূজার গানে নেচে গেয়ে নারীরা উৎসবে মেতে ওঠেন। ছিল আবির ছড়ানো আর ধুনুচি নৃত্যও।
এর আগে নানা বয়সী নারীরা মা দুর্গাকে প্রণাম, মিষ্টি, পান, পায়ে সিঁদুর দিয়ে বিদায় জানান। এরপর একে অপরের মুখে সিঁদুর মাখিয়ে দেন। তারা ব্যক্তিগত ও পারিবারিক সুখ, শান্তির পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি জন্য মায়ের আশীর্বাদ কামনা করেন।