প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- পূজা আসলেই সকলের মধ্যে একটি অজানা ভয় কাজ করে। হিন্দু ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে তাদের পূজা উদযাপন করতে পারবে কি না। তাই বিএনপি পূজাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হিন্দু ধর্মের মানুষের পাশে দাাঁড়িয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আমরা পাহারা দিয়েছি। পূজাকে কেন্দ্র করে দেশের পরাজিত শক্তি যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে জন্য বিএনপি সর্বোচ্চ সর্তক অবস্থানে ছিল। সকলের চেষ্টার কারণেই শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত অব্যাহত থাকবে। শহরের চৌধুরী বাজার খোয়াই নদীর ঘাটলায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন- শারদীয় দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন দিতে হিন্দু ধর্মের মানুষের খুব কষ্ট হতো। এই বিষয়টি বিবেচনায় নিয়ে চৌধুরী বাজার এলাকায় খোয়াই নদীতে একটি ঘাটলা নির্মাণ করে দিয়েছি। পরে মাছুলিয়া এলাকায় আরও একটি ঘাটলা করে দিয়েছি। খোয়াই নদীতে দু’টি ব্রীজ নির্মাণ করায় হবিগঞ্জের মানুষ এর সুফল ভোগ করছে। হবিগঞ্জ শহর ভাল থাকলে আমরা সবাই এর সুফল ভোগ করব। তাই আসুন আমরা ভাল কাজের প্রতিযোগীতা করি। আমাদেরকে এ ধরনের আরও ভাল ভাল কাজ করতে হবে, যাতে হবিগঞ্জের মানুষ ভাল থাকতে পারে। মানুষের জন্য কাজ করলে মানুষ প্রতিদান দিতে ভুল করে না। আমি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ৩ বার হবিগঞ্জ পৌরসভার মেয়র হয়েছিলাম। হিন্দু ধর্মের মানুষ আমাকে উজাড় করে তাদের ভালবাসা দিয়েছেন।
জি কে গউছ বলেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এর উজ্জল দৃষ্টান্ত হচ্ছে হবিগঞ্জ। এখানে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে আছি। আমাদের মধ্যে রাজনৈতিক ভিন্নতা ছিল। রাজনৈতিক ভিন্নতা থাকবে, ধর্মের ভিন্নতা আছ, কিন্তু সবার উপরে আমরা মানুষ। এই মানবিক গুনাবলিতে সমৃদ্ধ হয়ে আমরা হবিগঞ্জে বসবাস করছি, এটি আমাদের ঐতিহ্য। আমরা একে অন্যকে ভালোবাসি, এই ভালোবাসা যেন চিরদিন অম্লান থাকে, এটাই হউক সকলের প্রত্যাশা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, পৌর প্রশাসক মঈনুল হক, পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা সভাপতি নলিনী কান্ত রায় নিরু, পূজা উৎযাপন ফ্রন্টের জেলা সভাপতি অ্যাডভোকেট মিঠু চন্দ্র গোপ, জেলা কৃষক দলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল প্রমূখ।

