স্টাফ রিপোর্টার হত্যা মামলার আসামী হয়েও এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফান্দ্রাইল গ্রামের বাসিন্দা মোঃ নাছির মিয়া চৌধুরী, ১নং লোকড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক লিমন মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আব্দাল মিয়া চৌধুরী। তারা তিনজনই ২০২২ সালে আফজাল মিয়া ওরফে আফজাল মিয়া চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামী। দলীয় প্রভাব খাটিয়ে তারা এলাকায় দাপট দেখিয়ে চলছেন। আওয়ামী লীগের সক্রিয় কর্মী হওয়া সত্ত্বেও বৈষম্যবিরোধী আন্দোলনের কোন মামলায় তাদেরকে আসামীভুক্ত না করায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

