চুনারুঘাট প্রতিনিধি ॥ শারদীয় দুর্গপূজায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমিনুল ইসলাম হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজার শুরু থেকে টানা ৫ দিন চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন পূজা ম-প পরিদর্শন, শারদীয় শুভেচ্ছা বিনমিয় ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। পরম ভক্তি ও শ্রদ্ধার সাথে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টা হতে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের পুকুরে ও বিভিন্ন চা বাগান, চুনারুঘাট পৌরসভাসহ বিভিন্ন পূজা ম-পে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান শুরু হয়। প্রতিমা বিসর্জনে পূজারী ও ভক্তদের ঢল নামে চান্দপুর চা বাগানের প্রতিমা বিসর্জন এলাকায়। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণয় পাল, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতিশ দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিধান পাল, বাংলাদেশ হিন্দু মহাজোট পূজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জন দেব ও সাধারণ সম্পাদক হৃদয় রায়সহ হবিগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, চুনারুঘাট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজ আলী মীর, প্রচার সম্পাদক নুরুল আমিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামরুল হাসান শামীম, সহ-সভাপতি হাজ্বী জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমা বিসর্জন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন- ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা নিয়ে দুর্গপূজার শুরু থেকেই বিএনপি’র নেতৃবৃন্দকে সাথে নিয়ে চুনারুঘাট ও মাধবপুর চা বাগানসহ উপজেলার বিভিন্ন পূজা ম-পে গিয়েছি। পূজা ম-পের নেতৃবৃন্দ আমাকে তাদের পূজা অনুষ্ঠানে কথা বলার সুযোগ দিয়ে সাদরে বরণ করে নিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের এই অতিথি পরায়নতা ও ভালোবাসায় আমি এবং আমাদের দল বিএনপি’র নেতৃবৃন্দ মুগ্ধ। আমরা পূজারী ভক্তবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের সকল মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। চুনারুঘাট উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন এবং সাংবাদিক বন্ধুদের ও দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’