স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার করে র‌্যাব-৯। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার অংশ হিসেবে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
পূজাম-প, প্রতিমা বিসর্জনের ঘাটলা ও আশপাশের এলাকায় র‌্যাব সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন। গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয় চেকপোস্ট এবং বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বা সাইবার অপরাধ ঠেকাতে র‌্যাব-৯ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করেছে। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা সংস্থার সাথে নিয়মিত সমন্বয় রেখে নিরাপত্তা কার্যক্রম চালানো হয়েছে। ২ অক্টোবর বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে হবিগঞ্জের প্রতিমা বিসর্জনের ঘাটলায় বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করে র‌্যাব-৯। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রোবাস্ট টহলের পাশাপাশি বোম্ব ডিসপোজাল টিমও প্রস্তুত রাখা হয়।