নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক (বরইতলা) গ্রামে ভাস্কর ভট্টাচার্য (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভাস্কর ওই গ্রামের শিবপদ ভট্টাচার্য্য’র ছেলে। বৃহস্পতিবার সকালে তার শয়ন কক্ষ থেকে ভাস্করের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়ে ভাস্কর। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৭টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। তারা ভাস্করকে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোন সাড়া পাচ্ছিলেন না। এক পর্যায়ে শয়ন কক্ষে ভাস্কর ভট্টাচার্যকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির এস আই শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে।