
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে বিজয়াদশমীর মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এবার এ উপজেলায় ৮৫টি ম-পে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। গত ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়ে ২ অক্টোবর বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দুর্গোৎসব।
শাস্ত্র মতে, দেবী দুর্গা অসুর মহিষাসুরকে বধ করে ধর্ম ও ন্যায়ের জয় প্রতিষ্ঠা করেছিলেন। তাই বিজয়া দশমী ন্যায়, সত্য ও শুভ শক্তির বিজয়ের প্রতীক। সকাল থেকে দেবীর পূজা-অর্চনা শেষে বিকেলে হয় প্রতিমা বিসর্জন। ভক্তরা চোখের জলে ‘আসছে বছর আবার হবে’ ধ্বনি তুলে মাতৃমূর্তিকে বিদায় জানান। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও বাঙালির হৃদয়ে উৎসবের আবহ বহমান থাকে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুনারুঘাটের সাধারণ সম্পাদক প্রণয় পাল বলেন, এ বছর ব্যক্তিগত ১২টি এবং সর্বজনীন ৭৩টি সহ মোট ৮৫টি ম-পে নির্বিঘেœ অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।