নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জে মাদককে না বলে, গাছের চারা হাতে তুলে দিলো লাল সবুজের একটি দল। বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে আউশকান্দিস্থ লার্নিং পয়েন্ট ক্যাডেট একাডেমির শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে প্রায় ২শ’ শিক্ষার্থী এক হাতে লাল কার্ড ও অন্য হাতে গাছের চারা তুলে দেন। পরে বেলা ১২টায় উপজেলার তাহিরপুর আলীম মাদ্রাসার হল রুমে সংগঠনের আয়োজনে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ কাওছার আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সহকারী অধ্যাপক মাওলানা আলতাফ উদ্দিন, লার্নিং পয়েন্ট ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক শেখ কায়সার আহমেদ, সিনিয়র শিক্ষক আব্দুল কাদির, ম্যানেজিং কমিটির সদস্য সদর উদ্দিন, লাল সবুজ উন্নয়ন সংঘ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান শর্মী, সাংগঠনিক সম্পাদক তানভীর সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক জীবন চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদীকা মুক্তা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে মাদরাসার প্রায় ৪শ’ শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, ছেলেরা ২১ বছর ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে ও জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং প্রতিরোধে শপথ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com