স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনু মিয়া কর্তৃক জোরপূর্বক জায়গা দখলের চেষ্টাসহ সন্ত্রাসী হামলার অভিযোগে দায়ের করা মামলায় জাহাঙ্গীর আলম (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে উমেদনগর গ্রামের সামছুল হকের পুত্র।
মামলার অভিযোগে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে তেঘরিয়া ইউনিয়নের রামপুর শ্মশানঘাট এলাকায় সাদেক মিয়া নামে এক ব্যক্তির উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় ইউপি চেয়ারম্যান আনু মিয়ার নেতৃত্বে একদল লোক। এ সময় তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়। ভাংচুর করা হয় তার মোটর সাইকেল। শোর চিৎকারে স্থানীয় লোকজন সাদেক মিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার পর সাদেক মিয়ার ভাই কামাল মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয় গোবিন্দপুর গ্রামের হায়দর আলীর পুত্র ইউপি চেয়ারম্যান আনু মিয়াকে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com