মো. টিপু মিয়া ॥ মা-বাবার দায়িত্বহীনতার কারণে লাখাইয়ে কীটনাশক পানে এরফান মিয়া নামে মাত্র ১৬ মাস বয়সী এক শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু এরফান মিয়া লাখাই উপজেলার ফুলবাড়ি গ্রামের মোঃ রুবেল মিয়ার পুত্র।
শিশুটির পিতা রুবেল মিয়া এ প্রতিনিধির কাছে বলেন- বৃহস্পতিবার আমি সবজি গাছের পোকামাকড় ধ্বংসের জন্য বাজার থেকে ঔষধ কিনে বাড়িতে রাখি। পারিবারিক ব্যস্ততার কারণে গাছে ঔষধ দিতে দেরি হয়ে যায়। এরই মধ্যে আমাদের চোখের আড়ালে কখন জানি সে ঔষধটি খেয়ে ফেলে এবং কিছুক্ষণ পর বিষের যন্ত্রণায় ওর কান্নাকাটি শুনে আমার স্ত্রী ওর কাছে ছুটে যায়। গিয়ে দেখতে পায় সে মাটিতে পড়ে ছটফট করছে এবং শরীরের পাশে ঔষধের বোতলটি পড়ে রয়েছে। সাথে সাথে আমি ও আমার স্ত্রী তাকে হবিগঞ্জ হাসপাতালে এনে ভর্তি করি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com