স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার সকাল ১০-১২টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত প্রেসিডেন্ট’স স্কাউট ও প্রধানমন্ত্রী প্রদত্ত শাপলা কাব অ্যাওয়ার্ডের জাতীয় পর্যায়ের লিখিত পরীক্ষা। প্রথমবারের মত হবিগঞ্জ জেলা থেকে রেকর্ড সংখ্যক ১০১ জন কাব স্কাউট ও স্কাউট এতে অংশগ্রহণ করছে। এজন্য বাংলাদেশ স্কাউট্স হবিগঞ্জ জেলার জেকে এন্ড এইচকে উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র স্থাপন করেছে।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলার ইতিহাসে প্রথমবারের মত জেলার মধ্যে শাপলা কাব ও প্রেসিডন্ট’স স্কাউট্স অ্যাওয়ার্ডের জাতীয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত পরীক্ষায় বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি হিসেবে প্রধান পরিদর্শকের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপকমিশনার ও ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হবিগঞ্জের কৃতি সন্তান মো. হারুন-অর-রশিদ সাগর।